দাদির সঙ্গে ঈদ করতে কোকোর দুই মেয়ে দেশে
দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর ২ মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে একটি ফ্লাইটে ঢাকায় নেমে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছান তারা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনের নিরাপত্তা কর্মীরা বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি গত ২১ নভেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন। ২ মেয়েকে তিনিই বিমানবন্দর থেকে নিয়ে আসেন।
এবিসিবি/এমআই