Type to search

রাজনীতি

জিএম কা‌দেরের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ ক‌রে জাপার ৯৬৮ নেতার পদত্যাগ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অ‌ভি‌যোগ তু‌লে এসবের প্রতিবাদে দলটি থেকে পদত্যাগ ক‌রে‌ছেন বি‌ভিন্ন পর্যা‌য়ের ৯৬৮ জন নেতা। তারা ব‌লে‌ছেন, হুসেইন মুহম্মদ এরশাদ নন, জিএম কাদের স্বৈরাচার। তার অযোগ্য নেতৃত্বে জাপা ধ্বংসের দ্বারপ্রান্তে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ স‌ম্মেলনে পদত্যাগের ঘোষণা দি‌য়ে এসব কথা ব‌লে‌ছেন নেতারা। ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদপুর, আদাবর, পল্লবী, হাতিরঝিল, মিরপুর, দারুসসালাম, শেরেবাংলা নগর, বাড্ডা, রূপনগর থানা জাপান সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের ৯৬৮ নেতা পদত্যাগের ঘোষণা দেন।

গণপদত্যাগ অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নি‌য়ে ক‌য়েক  হাজার নেতাকর্মী জমা‌য়েত হন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »