আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দুর্নীতির কারণে বললেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুর্নীতির কারণে। নিষেধাজ্ঞার জন্য যেসব কথা বলা হচ্ছে, সেসব কথা তারাও বলে এসেছেন।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, দুর্নীতির ব্যাপারে আমরা হাজারবার বলছি, সব সময় বলছি। গোটা দুনিয়া বলছে যে বর্তমান শাসকগোষ্ঠী আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে। আর সরকার অস্বীকার করে বলে, তারা দুর্নীতি করে না। এখন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর পরিবারসহ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করার জন্য এটা করা হয়েছে। এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছি।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিদেশি নিষেধাজ্ঞা নয়, নিজেদের শক্তিতেই সরকারকে সরাতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা আরেকটা বিভ্রান্তি। সব সময়ই এমন বিভ্রান্ত হচ্ছি। এর আগে র্যাবের বিরুদ্ধে হয়েছে, পুলিশের ৯ কর্মকর্তার বিরুদ্ধেও হয়েছিল। এতে সরকারের সেই ভয়ংকর যাত্রা বন্ধ হয়নি। সে জন্য নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই এদেরকে পরাজিত করতে হবে। নিজের ঘর যদি নিজেরা সামলাতে না পারি, অন্য কেউ ঘর সামাল দেবে না।
মির্জা ফখরুল বলেন, অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে বিএনপি নাকি সরকারকে উৎখাত করতে চায়। বিএনপি কখনও উৎখাতের কথা বলেনি। বলেছি– ভোটের অধিকার চাই। সেই ভোটের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করব।
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব এসএম শাহাদাতের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।-সমকাল
এবিসিবি/এমআই