Type to search

Lead Story রাজনীতি

১০ ডিসেম্বর থেকে বিএনপির এক দফা আন্দোলন

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনে আগামী ১০ ডিসেম্বর থেকে বিএনপির এক দফা আন্দোলন শুরু হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে এই  সমাবেশে আয়োজন করা হয়েছে। বিকেল তিনটায় শুরু হওয়া সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করছেন দক্ষিণ ও উত্তর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হক।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »