হার্ট অ্যাটাকে হাসপাতালে রিজভী
হার্ট অ্যাটাক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অবস্থা ক্রিটিক্যাল। নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব কথা জানান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার অবস্থা সম্পর্কে এখনই কিছুই বলা যাচ্ছে না।
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে রিজভীকে। অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীকে দেখতে বিকালে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি ডাক্তারদের কাছ থেকে রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে তিনি নিজের গাড়িতে উঠার পরই বুকে ব্যথা অনুভব করেন। প্রথম কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখান থেকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।