প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সন্তুষ্ট, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: ১২–দলীয় জোট
দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ১২-দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন। এ সময় তিনি ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে আইনি পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে, অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে’ শিরোনামে আয়োজিত এক সমাবেশে এলডিপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আমরা সন্তুষ্ট। কিন্তু অবিলম্বে আওয়ামী লীগের লুটপাট, গণহত্যা ও দুর্নীতির বিচার করুন। দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। এরপর জনগণ পছন্দের সরকার গঠন করবে। আমরা চাই জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ঐক্য।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘ডামি নির্বাচনের পর থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি। ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে।’
১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে, আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। কিন্তু শেখ হাসিনার পরাজয়ের বদলা নিতে তার প্রভু ভারত আগ্রাসন শুরু করেছে। তারা ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর এবার ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না।’
সমাবেশে জোটের নেতারা বাংলাদেশে ভয়াবহ আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন। তাঁরা বলেন, বাংলাদেশের মানুষ মনে করছেন, শেখ হাসিনাকে উৎখাত করায় নাখোশ হয়ে ভারত বাংলাদেশকে সতর্ক না করে গভীর রাতে স্লুইসগেট খুলে দিয়েছে। যেটা খুবই অমানবিক কাজ হয়েছে।
১২-দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদার সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পাটির ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, ইসলামিক পার্টির আবুল কাশেম প্রমুখ।
-প্রথম আলো