Type to search

রাজনীতি

দেশে যে দুঃসময় চলছে তাতে হান্নান শাহর অভাব খুব অনুভব হচ্ছে: মির্জা ফখরুল

ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ ছিলেন একজন সাহসী সৈনিক বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নেতার ভূমিকা পালন করেছেন তিনি। বর্তমানে দেশে যে দুঃসময় চলছে তাতে হান্নান শাহর অভাব খুব অনুভব হচ্ছে।

তিনি বলেন, হান্নান শাহর চলে যাওয়া দেশ ও দলের জন্য বিরাট শূন্যতা তৈরি করেছে। দেশের বর্তমান সংকটময় অবস্থাকে ভয়াবহ দুঃসময় ও কারারুদ্ধ অবস্থা উল্লেখ করে নেতাকর্মীদের এ অবস্থা উত্তরণে তিনি এগিয়ে আসার আহবান জানান।

গত রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আ স ম হান্নান শাহর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ার ঘাগটিয়ায় হান্নান শাহের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খাইরুল কবির খোকন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা ও দোয়া মাহফিলের পূর্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

Translate »