Type to search

রাজনীতি

তরুণ সমাজকে মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখাপড়ার পাশপাশি খেলাধুলায়ও মনোযোগী হওয়ার জন্য দেশের তরুণ সমাজের প্রতি আহবান জানিয়েছেন।

আদর্শ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যও এটি। তাই, তরুণ সমাজকে মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হতে হবে।’

মির্জা ফখরুল আজ শুক্রবার রাজধানীর মিরপুর এলাকায় পল্লবী সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি’র মহাসচিব বলেন,‘ক্রীড়াঙ্গন তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ।’

তিনি অভিযোগ করেন,আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এখন প্রকৃত মেধার চর্চা হবে। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। মেধাবী খেলোয়াড়রা সবাই যেন সুযোগ পায়,সেই চেষ্টা করতে হবে।

এ সময় মির্জা ফখরুল জানান, ক্রিকেট এখন খুব নাম করছে; কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।

দেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে বিএনপি’র মহাসচিব বলেন, ক্রিকেটে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষ সাধিত হয়েছে, তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।

তিনি শহীদ জিয়ার নামে ফুটবল টুর্নামেন্ট সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন,খেলাধুলা করে সমাজকে গড়ে তুলতে হবে।

মির্জা ফখরুল বলেন,‘সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে পারে – আমি  সেটাই কামনা করি’।

পরে, জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আহ্বায়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

-বাসস

Translate »