Type to search

রাজনীতি

কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে সশস্ত্র বাহিনীকে চায় বিএনপি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা সুষ্ঠুভাবে বিতরণে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, প্রায় ১৬ কোটি মানুষের জন্য ৩২ কোটি ভ্যাকসিন ডোজের দরকার হবে। বর্তমানে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের পক্ষে এই ব্যাপক কর্মযজ্ঞ সম্ভব নয় সুষ্ঠুভাবে পালন করা। এই কাজে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সংগঠন গুলোকে দায়িত্ব প্রদান করা উচিত।

রোববার (২৯ নভেম্বর) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাব করা হয়। সোমবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের স্বচ্ছতা, কঠোর নজরদারি এবং জবাবদিহিতার ব্যবস্থা সংবলিত পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করুন। করোনার টিকা প্রস্তুত। ইতিমধ্যেই কয়েকটি দেশে এ টিকা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। অনেক দেশের সরকার ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রয়োজনীয় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের দায়িত্বজ্ঞানহীন সরকার এ বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করছে তা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরছে না। বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরছে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণে জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংগ্রহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টিকা সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে না পারলে মানুষ উপকৃত হবে না। উপরন্ত সৃষ্টি হবে ব্যাপক দুর্নীতির সুযোগ। যেহেতু যথাযথ তাপমাত্রায় এই টিকা সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আগে থেকেই এই বিষয়ে সব পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

করোনার সংক্রমণ আবারও ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল জানান, করোনা সংক্রমণের শুরু থেকেই সরকারের ক্ষমাহীন উদাসীনতা ও ব্যর্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ২য় দফায় সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অত্যন্ত সীমিত এখনও পরীক্ষার হার। অন্যদিকে হাসপাতালগুলোতে চিকিৎসার সুযোগ খুবই সীমিত থাকায় মৃত্যুর হারও বৃদ্ধি পাচ্ছে।’

সম্প্রতি ঢাকা মহানগরে অনেকগুলো বস্তিতে রহস্যজনক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব জানান, ‘এর ফলে অনেক কর্মজীবী মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে। মুক্ত আকাশের নীচে তারা খাদ্যাভাবে অসহনীয় জীবন কাটাচ্ছে। সরকারের মদদপুষ্ট প্রভাবশালী মহলের সরকারি জমি দখলের অসৎ উদ্দ্যেশেই এসব অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে বলে আমরা মনে করি।’

Translate »