Type to search

রাজনীতি

ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানোর সাথে সাথেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত: রিজভী

আওয়ামী লীগ সরকার সমর্থিত সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশের বাজারে প্রচুর পেঁয়াজ মজুদ থাকলেও অসাধু ব্যবসায়ীরা বিক্রি কমিয়ে দিয়েছে। ফলে তীব্র সংকট দেখা দিয়েছে বাজারের পেঁয়াজে।

তিনি বলেন, এটা কৃত্রিম সংকট। এটাতে কারসাজি থাকে সরকারেরও। আওয়ামী লীগ সরকার সমর্থিত সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বাড়াচ্ছে। আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই পেঁয়াজের এই দাম বৃদ্ধি।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী জানান, অবিলম্বে পেঁয়াজের দাম স্বাভাবিক করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।
তিনি বলেন, ভারতের ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানোর সাথে সাথেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি ভারত বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে এই খবর পৌঁছানোর সাথে সাথেই বাজার সিন্ডিকেটের হোতারা তেলেসমাতি শুরু করে দেয়।

বিএনপির এই নেতা জানান, পেঁয়াজ মজুদে আছে। কিন্তু সরকারি দলের সমর্থিত সিন্ডিকেটদের সুবিধা দেয়ার জন্য, তাদের অর্থ-বিত্ত বাড়ানোর জন্য আজকে কৃত্রিমভাবে এই মহাসংকট সৃষ্টি করা হয়েছে। তাতে স্বল্প আয়ের মানুষ, কৃষক, নিম্ন আয়ের মানুষ, মজুর, ভুমিহীন কৃষকরা সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে।

তিনি বলেন, এর আগেরবারও বলেছিলো সরকার- পেঁয়াজ বিমানে উঠে গেছে, সমস্যা নাই আর কোনো। এই কথা বলার মানে হচ্ছে জনগণের ধোঁকা দেয়া। সরকারের সেই কথাগুলো ভুলে যায়নি মানুষ। সরকার যেদিনই বলেছেন তার পরেরদিনই দাম বেড়েছে। গত বছর ৩০০ টাকা কেজি হয়েছিলো। ট্রিপল সেঞ্চুরি করে ফেললেন তারা। জনগণের সাথে সরকার এই মস্করাগুলো করেছে।

রিজভী বলেন, মূলত ভোটারবিহীন সরকারের দুর্নীতি, টাকা-পয়সা পাঁচার, লুটপাটের মাধ্যমে পাহাড় সমান সম্পদ অর্জনের ফলোশ্রুতিতে দেশের মানুষের প্রতি উদাসীন তারা। জনগণ বাঁচলো কি মরলো সেটি তাদের দেখার বিষয় নয়। অদ্ভুত এক আঁধার নেমে এসেছে এ সরকারের আমলে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন

Translate »