অর্থ পাচারের জন্য ঢাকা-কানাডা ফ্লাইট চালু করা হয়েছে বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অলাভজনক জেনেও শুধুমাত্র বেগমপাড়া’র যাতায়াতকারীদের জন্যই, সুটকেসে ভরে, ট্রাংকে ভরে অর্থ পাচারের জন্য ঢাকা-কানাডার ফ্লাইট চালু করা হয়েছে। বিমানের কর্মকর্তারাও জানেন না এই ফ্লাইট কেনো চালু করা হয়েছে। এটা কোনো মতেই লাভজনক ফ্লাইট নয়।’
সোমবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘এসোসিয়েশনের অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব’ আয়োজিত দ্রব্যমূল্য ঊর্দ্ধগতির প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা ভয়াবহ অবস্থায় আছি। মানুষের কষ্টার্জিত লাখ লাখ কোটি টাকা পাঁচার হয়ে যাচ্ছে। এটার কোনো জবাবদিহিতা নেই। জাতীয় সংসদে এসব নিয়ে প্রশ্ন ওঠে না। কারণ জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই।’
তিনি বলেন, ‘আমাদের সময় খুব কম। আমাদের দ্রুত সংগঠিত হতে হবে। খালেদা জিয়া গৃহবন্দি। তাকে মুক্ত করতে হবে। তারেক রহমান বিদেশে নিবার্সিত হয়ে আছেন। তাকে ফিরিয়ে আনতে হবে। ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা। সেসব মামলা থেকে মুক্তি পেতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণের অভ্যুত্থান ঘটাতে হবে।’
পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পুলিশের আইজি ও পুলিশ কমিশনারের বক্তব্যে বিস্মিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এ ধরনের সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয়ে অশালীন এবং শিষ্টাচার বহির্ভূত কথা বলতে পারেন এটা চিন্তা করতে পারি না। আওয়ামী লীগ সরকার তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতির মধ্যে, এখনও গণতন্ত্রের জন্য গৃহবন্দি হয়ে আছেন তার সম্পর্কে এই ধরনের অশালীন উক্তি করতে পারে-এটা ভাবতেও পারি না।’
সরকারী কর্মকর্তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সরকারের বেআইনি হুকুম তামিল করতে গিয়ে প্রতিষ্ঠানকে আপনারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন।’
এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আনহ আখতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় সভায় পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কাদের গনি চৌধুরী, আশরাফ উদ্দিন বকুল প্রমুখ বক্তব্য রাখেন। – সমকাল
এবিসিবি/এমআই