Type to search

জাতীয়

হেফাজতে ইসলাম আমির আহমদ শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

হেফাজত ইসলামের আমির ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি মারা যান। হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের নেতা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফি বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করার পরপরই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা মেডিকেল বোর্ডে বসেন। আজ শুক্রবার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরে ডাক্তাররা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় এনে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

দেশের শীর্ষ কওমি আলেম ১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

Translate »