সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে জাতীয় শোক ঘোষণা
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী বুধবার (২সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সময় সারাদেশে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তথ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (৩১ আগস্ট) ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানিয়েছে এনডিটিভি।
এক টুইট বার্তায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি লেখেন, আমার পিতা কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর হাসপাতালের ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠেনি।
এদিকে সোমাবার (৩১ আগস্ট) সকালেই ভারতের আর্মি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা খারাপের দিকে।
গত ৯ আগস্ট তিনি বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সে দিনই তার মাথায় অস্ত্রোপচার হয়। পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণও ধরা পড়ে।
জানা যায়, ফুসফুস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কোমায় ছিলেন প্রণব মুখার্জি। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন। তার ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকরিতার চিকিৎসা ঠিকঠাক চলছিল। ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল তার।