Type to search

জাতীয়

যারা পাচ্ছেন বুস্টার ডোজ

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর জানিয়েছেন, যারা ইতোমধ্যে ২ ডোজ ভ্যাকসিন নিয়েছেন, ২ ডোজ ভ্যাকসিন নেওয়ার সময় যাদের ৬ মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তারাই মূলত পাবে বুস্টার ডোজ।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

করোনার বুস্টার ডোজ পেতে পুরো প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, আগামীকাল থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে ঢাকায়। পর্যায়ক্রমে বুস্টার ডোজ সারাদেশে দেওয়া হবে। কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা হবে বলে তিনি জানান।

এবিসিবি/এমআই

Translate »