বিশ্বের শীর্ষ দূষিত শহর ঢাকা

বাতাসের মান ২৬৩ নিয়ে এখন বিশ্বে দূষিত শহরের শীর্ষে ঢাকা।
অন্যদিকে বাতাসের মান ২৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের সংস্থা এয়ার ভিজ্যুয়াল শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাতাসের মান ২১৬ নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় ও ১৮৭ নিয়ে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গের কলকাতা।
বিশ্বে দূষিত শহরের তালিকায় পাঁচ নম্বরে ভারতের মুম্বাই, ছয় নম্বরে কুয়েত সিটি ও সাত নম্বরে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।
এ ছাড়া ইউক্রেনের কিয়েভ রয়েছে আট নম্বরে ও নয় নম্বর দূষিত শহর হলো উজবেকিস্তানের তাসখন্দ। আর বিশ্বের ১০ নম্বর দূষিত শহর চীনের উহান।