Type to search

জাতীয় বাংলাদেশ

বাংলাদেশে বন্যার্তদের ১০ লাখ ডলার অনুদান দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন বলেছেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের বন্যার্তদের জন্য একটি দাতব্য সংস্থায় ১০ লাখ ডলার অনুদান দেবে।

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা এই সহযোগিতার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য ও অন্যান্য সহায়তা বাড়ানোর আশা ব্যক্ত করেন।

বৈঠকে ভারপ্রাপ্ত হাইকমিশনার ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন যে অস্ট্রেলিয়া অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ট্যাক্স শুল্ক এবং সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Translate »