দেশে ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৯২৩ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২০ জনের মৃত্যু হয়েছে।
গত এক দিনে দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে নতুন করে আরও ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮০ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্তদের মধ্যে ৫২০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪০৩ জন। আর এ মাসে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮৩১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৩৮০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২০৭ জন। বাকি এক হাজার ১৭৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯২৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩০ হাজার ৪২৩ জন।
এবিসিবি/এমআই