দেশে করোনায় মৃতের সংখ্যা আবারও বেড়েছে
দেশে প্রতিদিন করোনাভাইরাস বা কোভিড-১৯ মৃতের সংখ্যা বাড়ছে। গত শুক্রবার দেশে করোনায় ১৭ জনের মৃত্যু হয়। এর আগের দিন শনিবার (২১ নভেম্বর) দেশে ২৮ জন মারা যান। আর আজ করোনাভাইরাস মৃতের সংখ্যা আরো বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় শনাক্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জন।
এ ছাড়া দেশে নতুন করে আরো ২ হাজার ৬০ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
এর আগে গত শুক্রবার দেশে করোনায় ১৭ জনের মৃত্যু হয় এবং ২ হাজার ২৭৫ জনের দেহে করোনা আক্রান্ত হয়। এর আগের দিন শনিবার দেশে ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনা আক্রান্ত হয় এবং ২৮ জনের মৃত্যু হয়। সেই হিসাবে আজ কোভিড-১৯ মৃতের সংখ্যা আরো বেড়েছে।
আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৬২ হাজার ৪২৮ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী পজিটিভ শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।