দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৮
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৮ জন ও ৭ জন মহিলা এ নিয়ে মোট করোনায় মৃত্যু হলো ২ হাজার ৮৩৬ জনের। নতুন করে আরও ২ হাজার ৫৪৮ জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হলেন ২ লাখ ১৮ হাজার ৬৯৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।
আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।