Type to search

জাতীয়

দেশে করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯)  আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৮১ জন।

এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে ১ হাজার ৯২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। শনাক্তের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ১ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ১ রয়েছেন।

Translate »