Type to search

জাতীয়

দেশে করোনায় দ্বিগুণ মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।   এর আগেরদিন শুক্রবার করোনায় ৩জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় শনিবার করোনায় দ্বিগুণ মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। যেখানে শনাক্তের হার এক দশমিক ০৭ শতাংশ। ১ দিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৬২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুইজন পুরুষ ও চারজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন,  ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের দুইজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের ৩জন, রাজশাহী বিভাগের একজন, বরিশাল বিভাগের ১জন ও সিলেট বিভাগের ১জন রয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »