Type to search

জাতীয়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের জনগনের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদের আগের দিন শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি সরকার প্রধানের এই আহ্বান আসে।

৪৪ সেকেন্ডের এই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান,‌ ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে পবিত্র ঈদুল আজহা আবার এসেছে। করোনাভাইরাসের পরিস্থিতিতে এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ।’

তিনি বলেন, আসুন, কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।

করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে সবাইকে সামাজিক দুরত্ব ও  স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।’

এর আগে, বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান, যা মোবাইল ফোনে অডিও মেসেজ হিসেবে দেশের মানুষের কাছে পৌঁছায়।

Translate »