Type to search

জাতীয় বাংলাদেশ স্বাস্থ্য

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮৯

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৮৯ জন। এদের মধ্যে ঢাকায় ৮৪৭ জন এবং ঢাকার বাইরে ৭৪২ জন ভর্তি হয়েছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৪৪১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৩৪৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ৯৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৬৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৪ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৬ হাজার ৯১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এবিসিবি/এমআই 
Translate »