Type to search

জাতীয়

জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে ভ্যকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - এবিসিবি নিউজ

করোনা পরিস্থিতিতে আরও কিছুদিন মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের আরও বেশ কিছুদিন মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য আমরা করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। ডব্লিউএইচও এবং এফডিও অথবা ইউকের অনুমোদন পাওয়ার পর ও আমাদের দেশের ড্রাগ প্রশাসনের অনুমোদনের সাপেক্ষে জানুয়ারির শেষদিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে করোনাভাইরাসের টিকা বাংলাদেশে আসবে। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি তদারকি করছেন।

বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আমাদের নেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে চলেছেন। বাংলাদেশের একটি মানুষও চিকিৎসার বাইরে থাকবে না। প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ হাসপাতাল হবে। বাংলাদেশে আজ কোনো খাদ্যের অভাব নেই। প্রতিটি বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। অবকাঠামোগত অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশ এখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নতির পাশাপাশি দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হয়েছে। এ ছাড়া আমাদের গড় আয় ২০০ ডলার থেকে ২০০০ ডলারে উন্নতি হয়েছে। মানিকগঞ্জের স্বাস্থ্যসেবা নিয়ে মন্ত্রী বলেন, ২০১০ সালে মানিকগঞ্জ হাসপাতালে একটি ভালো ব্লাডপ্রেসার মাপার যন্ত্রও ছিল না, ছিল না ডায়াবেটিস মাপার ব্যবস্থা।

সেই মানিকগঞ্জে আজ চিৎকিসাসেবা সম্প্রসারিত হয়েছে। স্থানীয় ও আশপাশের এলাকার মানুষ এখন উন্নত চিকিৎসা পাচ্ছেন। এখন আর মানিকগঞ্জবাসীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড যেতে হবে না।

জাহিদ মালেক আরও বলেন, করোনায় সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা যখন বিপর্যস্ত। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। এখনও অর্থনৈতিক সূচকে ১৫ ভাগ এগিয়ে আছি। আমেরিকা ৫, ভারত ৭ ভাগ মাইনাসে চলে গেছে। ইউরোপ বন্ধ হয়ে গেছে, সেখানে লকডাউন চলছে। বাংলাদেশের উন্নতির চাকা অব্যাহতভাবে ঘুরছে। পুরো বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে। দেশের সবকিছু চালু আছে বলেও মন্তব্য করেন তিনি।

Translate »