Type to search

জাতীয় স্বাস্থ্য

করোনায় ২৪ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত

দেশে করোনা ভাইরাসে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯১১ জন। সবমিলে দেশে করোনা শনাক্ত ৫০হাজার ছাড়িয়েছে। আর গত ২৪ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৭জন। এপর্যন্ত মারা গেছেন ৭০৯জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফ্রিয়ে আজ মঙ্গলবার এমন তথ্য জানানো হয়। দেশে এপর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২হাজার ৪৪৫জনের।

এর আগে রোরবার দেশে করনায় সংক্রমিত ২ হাজার ৩৮১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২২জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২৩জন। এ নিয়ে সর্বমোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ১১হাজার ৪৩৯জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩লাখ ৩৩ হাজার ৭টি নমুনা।

Tags:

You Might also Like

Translate »