Type to search

জাতীয়

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। করোনা ভাইরাসে শনাক্ত হয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ৭টা ২৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের মাতন নেমে এসেছে। হাসপাতালে ছুটে যান সুপ্রিম কোর্টের আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা তার মৃত্যুর সংবাদ পেয়ে। হাসপাতালে অবস্থান করা পরিবারের সদস্যদের তারা সান্ত্বনা দেন।

গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই করোনাভাইরাস পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) তার অবস্থা আরো অবনতি হয়। ওইদিন ফুসফুস ঠিকভাবে কাজ করছিলো না তার। এরপর রবিবার (২৭,সেপ্টেম্বর) আইসিইউতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আবারো খারাপ হয়। পরে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহবুবে আলমের পুত্র সাংবাদিক সুমন মাহবুব এক ফেসবুক স্ট্যাটাসে লেখেছেন, তার পিতা রাত ৭টা ২৫ মিনিটে মারা গেছেন। ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাডভোকেট মাহবুবে আলম বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহবুবে আলম মৃত্যুর সময় স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

Translate »