ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা জেনেছেন- এ ঘটনায় ইতোমধ্যে দুই-একজন আসামী ধরা পড়েছে। রাষ্ট্রব্যবস্থায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে এবং এগুলো আমাদের জীবনেও ঘটে। সবকিছুর ওপর তো নিয়ন্ত্রণ থাকে না আমাদের। কিন্তু কাজ হলে আমাদের এগুলো প্রতিরোধ করা।
উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।
গুরুতর আহত ওয়াহিদা খানমকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)বিকালে হেলিকপ্টারে তাকে ঢাকার এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ইউএনও ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত ৩ সেপ্টেম্বর রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এ ঘটনায় গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলার কালীগঞ্জ থেকে স্থানীয় এক যুবলীগ নেতা আসাদুলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। আটক অপর দুজন হলেন সান্টু কুমার বিশ্বাস ও নবীরুল ইসলাম।