ভ্যাকসিন বাজারে আসলে সেটিই নিবো এবং মানুষকে করোনামুক্ত করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় সেখান থেকেই আমরা নিবো এবং মানুষকে করোনামুক্ত করব (ইনশাল্লাহ)। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রাপ্তির জন্য সবদেশের সঙ্গেই চেষ্টা চালাচ্ছে সরকার এবং অর্থও বরাদ্দ দেয়া হয়েছে। যে দেশ আগে করোনা ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে সেটিই সংগ্রহ করা হবে।
শেখ হাসিনা বলেন, ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে অনেক দেশ। আমাদের সাথে যোগাযোগ করছে তারা। আমরা যেখানে কম পয়সায় ভ্যাকসিন পাব, সেখান থেকেই করোনা ভ্যাকসিন আনব। করোনামুক্ত করব মানুষকে। এ সময় সংসদ নেতা মহামারী করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
শেখ হাসিনা আরো বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় আমাদের পানির মতো টাকা খরচ হয়েছে। এ পরিস্থিতিতে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতিও দেখতে পারে। কিন্তু আমরা এই মহামারি মোকাবেলায় মানুষের জীবন বাঁচানোর দিকে বেশি গুরুত্ব দিয়েছি।আমরা টাকার দিকে তাকাইনি।