Type to search

Lead Story আন্তর্জাতিক জাতীয় বাংলাদেশ

ভারতের সাথে ভালো সম্পর্ক চাই তবে দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। আমরা সব দেশের সাথেও সু-সম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।’

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলাব উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। মৌলিক সংস্কার ও সেই সংস্কারের পথ থেকে যেন কোনো সরকার সরে যেতে না পারে, সে রাস্তা তৈরী করে দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করবো। সংকটকালীন সময়ে দেশের দায়িত্ব আমাদের দেয়া হয়েছে। আমরা দেশ পরিচালনা করবো না, দেশ পরিচালনা করবে রাজনৈতিক দলের নেতারা, নির্বাচিত প্রতিনিধিরা।’

তিনি বলেন, ‘যারা স্বৈরাচারকে হটিয়ে বিজয় অর্জন করেছে, তাদের কিছু দাবি দাওয়া আছে। তারা সংস্কার চায়, সংস্কারের দায়িত্ব আমাদের উপর দেয়া হয়েছে। সব কিছু একদিনে সংস্কার করা সম্ভব নয়, সংস্কার করতে সময় লাগবে, সময় আমাদের দিতে হবে। আমরা শুধু মৌলিক সংস্কারগুলো করবো এবং রাস্তাও তৈরী করে দিয়ে যাব।’

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগামী ১০ বছর বা তার পর শিক্ষার্থীদের যেন পুনরায় রাস্তায় নামতে না হয়, জীবন দিতে না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এম আর ডি আই’র এ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মো. খালিদ হোসেন, সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এবং সহকারী কসিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন।

-বাসস

Translate »