Type to search

জাতীয়

বিচারক অপসারণের দাবিতে আদালতে আইনজীবীদের বিক্ষোভ

আইনজীবীদের বিক্ষোভের মুখে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরকে কর্তৃপক্ষ ছুটিতে পাঠিয়েছে। তাকে ২ দিনের ছুটিতে পাঠানো হয়।

এক আইনজীবীকে ২ ঘণ্টা লকআপে আটকে রাখায় বুধবার (২৩ ডিসেম্বর) আদালতের গেটের সামনে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। তারা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় বিচার কাজ বন্ধ হয়ে যায় সিএমএম আদালতের। আদালতের চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আইনজীবীদের সাথে খারাপ আচরণ করে আসছেন।

ভুক্তভোগী আইনজীবী রুবেল আহমেদ ভুঞা জানান, মঙ্গলবার (২২ ডিসেম্বর) একটা মামলার শুনানির জন্য আসাদুজ্জামান নূরের আদালতে যান। আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক নুব আমার মামলা না শুনে পরে আসতে বলেন। পরে গেলে আমাকে ২ ঘণ্টা লকআপে আটকে রাখেন। ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

Translate »