Type to search

জাতীয়

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

পদ্মা সেতুতে আজ সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার (২৬ জুন) রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ।

এতে বলা হয়, আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে।

এর আগে গত শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা শুভ সেতু উদ্বোধন করেন। এরপর রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান শুরু হয় চলাচল। যান চলাচলের জন্য খুলে দেওয়া পর অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা গেছে। এর ফলে টোল কর্তৃপক্ষকে প্রথম দিনেই হিমশিম খেতে হয়েছে। এছাড়া সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

এবিসিবি/এমআই

Translate »