Type to search

জাতীয়

নিহত মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, দ্রুত বিচারের আশ্বাস

পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (৪আগস্ট) সিনহার মাকে ফোন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার (৪আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের  টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে টেলিফোনে সান্তনা দিয়েছেন। তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এ সময় নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য সিনহার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে ফোনালাপে প্রধানমন্ত্রী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন বলে সিনহার মা এসব তথ্য জানিয়েছেন।

সিনহার মা নাসিমা আক্তার বলেন, (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ছেলে সিনহার মো. রাশেদের এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন।

নাসিমা আক্তার জানান, ফোনালাপে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- আমিও একই পথের পথিক, আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। পুরো পরিবার হারিয়েছি আমিও।

এদিকে এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে ক্লোজড করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়িতে পুরো নতুন টিম দেয়া হয়েছে বলে জানা গেছে।

Translate »