Type to search

জাতীয়

দেশে নতুন করে করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১,৬৬৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ৬৬৬ জনের দেহে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৩ জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে দেশে মোট ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন করোনাভাইরাসে থেকে সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০২টি ল্যাবে ১৩ হাজার ৯৭৭ টি করোনার নমুনা সংগ্রহ করা হলেও ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৩৭ জন মৃত্যুদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৯১৪ জন ও নারী ১ হাজার ১৩০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫জন, রাজশাহী বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩৫ জন এবং বাড়িতে ২জন। দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ।

Translate »