Type to search

জাতীয় স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৫৫ জন

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৮৪৫ জন এবং ঢাকার বাইরে ৯১০ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৯৩৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৫২২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ৪১৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে  ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ২১ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এবিসিবি/এমআই
Translate »