Type to search

জাতীয় স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে এ বছরে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে থাকলেও নিয়ন্ত্রণে নেই ডেঙ্গুজ্বরে শনাক্ত সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে শনাক্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৮৩ জনের।

এসময় ডেঙ্গুজ্বরে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৫ জন। একদিনে এতো মৃত্যু দেখা যায়নি। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৮৩ জন।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন এবং ঢাকার বাইরের ২৬৮ জন। নতুন ৪৮২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬৯৫ জনে।

এবিসিবি/এমআই

Translate »