Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার সাত জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শুক্রবার দেশে করোনায় দুই জনের ‍মৃত্যু এবং এক হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও আক্রান্ত কমেছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লক্ষ ৯৫ হাজার ৪৪০ জনের করোনা আক্রান্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৩০ জন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৫৪ জন সুস্থ হয়েছে। এই সময়ে সাত হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ২২ হাজার ৯৭৭ জন।

এবিসিবি/এমআই

Translate »