দেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৫৬

করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪১ জন ও ৯ জন মহিলা। এ নিয়ে করোনায় মোট ২ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২ হাজার ৮৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনায় ২ লাখ ১৬ হাজার ১১০ জন শনাক্ত হলেন।