Type to search

জাতীয়

দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪০১

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২ হাজার ৪০১ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় পজিটিভদের মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬১ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ১২ জন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে আরও ৩ হাজার ৬২৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। এখন পর্যন্ত পজিটিভের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৩ শতাংশ।

Translate »