Type to search

জাতীয়

দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩ হাজার ৯৪১জন

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৯৭৩ জন। এ নিয়ে দেশে মোট পজিটিভ হলেন ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। এছাড়া শনাক্তের মধ্যে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৪১ জনে।

আজ রবিবার (২৩ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে আরও ৩ হাজার ৫২৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৯১ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। করোনা ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস।

Translate »