দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন-পুরাতন মিলে ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষার মধ্য থেকে নতুন করে ১ হাজার ৫৯২ জনের দেহে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। আর শনাক্ত মধ্যে ৩২ জন মারা গেছেন। এ সময়ে ৩ হাজার ৪২৩ জন সুস্থ হয়েছেন।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি করোনা নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৪.০২ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত দেশে মোট শনাক্ত ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ আক্রান্তের হার ১৯.৯৬ শতাংশ। নতুন করে শনাক্তের মধ্যে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৭৯। আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৮ শতাংশ।
তবে এ সময়ে আরও ৩ হাজার ৪২৩ জন। সব মিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৭৫ সুস্থ হয়েছেন। পজিটিভ বিবেচনায় সুস্থতার হার ৬৮.০৫ শতাংশ। মৃত ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন।