Type to search

জাতীয়

দেশে করোনায় আরোও মৃত্যু ৩৫, নতুন শনাক্ত ২৫৮২

দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় সর্বমোট ৪ হাজার ৩৫১ জন মারা গেছেন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর)  বিকালে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত একদিনে ১৫ হাজার ২০৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে, যাদের মধ্যে পজিটিভ হয়েছেন ২ হাজার ৫৮২ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

করোনাভাইরাসে পজিটিভ হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আর সব মিলিয়ে ২ লাখ ১১ হাজার ১৬ জন সেরে উঠেছেন।

এদিকে দেশের সব জেলাতেই করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। তবে ১৫টি জেলায় ঈদুল আজহার পরের এক মাসে রোগী বৃদ্ধির হার বেশি দেখা গেছে।

এই জেলাগুলোতে এক মাসের ব্যবধানে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ থেকে ৪গুণ পর্যন্ত হয়েছে। বাংলাদেশে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের(আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ অগাস্ট তা ৩ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী আক্রান্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় পজিটিভ রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে। তার মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে বাংলাদেশ।

Translate »