দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৭

করোনা ভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ৩ হাজার ৭৮১ জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৭ জন।
আজ বুধবার (১৯ আগস্ট) করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে ২ হাজার ৭৪৭ জনের করোনার সংক্রমণ আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে ২ লাখ ৮৫ হাজার ৯১ জনের করোনা পজিটিভ হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩ জন সুস্থ্য হয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন সুস্থ হয়েছেন।