Type to search

জাতীয়

দেশে করোনায় আরও মৃত্যু ৩২, নতুন শনাক্ত ২৬১১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ৩ হাজার ৩৩৬৫ জনের। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৬১১ জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন করোনা শনাক্ত হলেন।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২০ জন সুস্থ হয়েছেন।আর এখন পর্যন্ত সব মিলিয়ে ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হয়েছেন।

বরাবরের মতো কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং সামাজিক দুরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার তিনি আহ্বান জানান।

Translate »