দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে ছাত্র-জনতার ওপর ‘গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে’ আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক একটি কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের জানান যে আজ দুপুর সাড়ে ১২টায় এই কর্মসূচি পালিত হবে।
ঢাকায় জমায়েত স্থান হিসাবে তারা হাইকোর্ট ও জজকোর্ট প্রাঙ্গণকে বেছে নিয়েছেন।
এর বাইরে সারাদেশের সকল নাগরিকদের নিজ নিজ সুবিধামতো স্থান ও সময়ে ‘প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে’ এই কর্মসূচি পালনের আহ্বান জানান আন্দোলনকারীরা।
এই কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে আবদুল কাদের “সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে” তাদের সাথে একাত্মতা ঘোষণা করার অনুরোধ করেন।
শিক্ষার্থীদের এই কর্মসূচির উদ্দেশ্য, জাতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমাপ্রার্থনাসহ তাদের পূর্বঘোষিত নয় দফা দাবি বাস্তবায়ন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনা, কারফিউ চালু থাকা, ফেসবুক-ইউটিউব নিয়ে সরকারের সিদ্ধান্ত আজ জানা যেতে পারে।-বিবিসি বাংলা
এবিসিবি/এমআই