Type to search

অর্থ ও বাণিজ্য জাতীয় বাংলাদেশ

তারল্য সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অতীতের মতো এবার বিশেষ তারল্য সহায়তা দিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংককে বাঁচাবে না।

আজ মঙ্গলবার এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংকের তারল্য সহায়তা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।’

‘কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ছয়টি রুগ্ন ব্যাংকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে,’ বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, রুগ্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনের অধিকার আমানতকারীদের আছে এবং গ্রাহক আস্থা হারিয়ে ফেললে সেই দায় ব্যাংকগুলোর।

-ডেইলি স্টার

Translate »