Type to search

Lead Story জাতীয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৩ জন। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৮ জন।

এর আগে রোববার ডেঙ্গুতে কারো মৃত্যু হয়েছিল ২জনের আর আক্রান্ত হয়েছিলেন এক হাজার ২০ জন। এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছেন ২১ হাজার ৯৩২ জন রোগী এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। এছাড়া চলতি বছরে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৪ জনে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর বলেছে, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট তিন হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩০৯ জন।

এবিসিবি/এমআই

Translate »