Type to search

জাতীয়

গণস্বাস্থ্যে ৫ হাজার টাকায় প্লাজমা মিলবে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিত্সায় প্লাজমা সেন্টার চালু হয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতালে। প্রতিদিন ২৫ জন করোনা থেকে মুক্ত রোগীর রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করা হবে।

যারা প্লাজমা নেবেন, সর্বোচ্চ ৫ হাজার টাকা খরচ হবে তাদের। এখানে ২৪ ঘণ্টা প্লাজমা সেন্টার খোলা থাকবে।

গত শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডিতে হাসপাতালে এই প্লাজমা সেন্টারের উদ্বোধন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এম এ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, করোনা ভাইরাস বিভিন্ন রকম উপসর্গ সৃষ্টি করে। করোনা রোগ ভালো হলেও কাউকে খুব দুর্বল করে দেয়। এমন পরিস্থিতিতে প্লাজমা প্রদানের বিষয়টি আরও অনেক প্রচার হওয়া প্রয়োজন। প্লাজমা সেন্টার হওয়া দরকার প্রতিটি জেলায়।

জাফরুল্লাহ চৌধুরী জানান, প্রত্যেকটা পদক্ষেপে ভুল করছে এ সরকার। আজকে চায়নার যেটা ভ্যাক্সিন ট্রায়ালে চলছে এক মাস আগে যদি আমরা সেই ট্রায়াল শুরু করতাম, তাহলে যদি সফল হতো, লাভের ভাগিদার হতে পারতাম আমরাও। কিন্তু সরকার অনুমোদন না করায় আজকে জনগণ সুবিধা থেকে বঞ্চিত হলো।

তিনি দাবি করেন, সময়মতো কিটের অনুমতি না পাওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতিসাধিত হয়েছে। বিশ্বের ১০টা দেশ উদ্গ্রীব ছিল, তাতে উন্নত রাষ্ট্রগুলোও ছিল। কিন্তু দেশে রেজিস্ট্রেশন না হওয়ায় বাইরে পাঠাতে পারিনি আমরা। এখনো নিবন্ধন হয়নি কিটের।

এম এ খান জানান, প্লাজমা থেরাপি কোন সময়ে কাকে দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারলে উত্তম। কারণ সুনির্দিষ্ট ভ্যাক্সিন আসার আগ পর্যন্ত এটা খুবই কার্যকরী চিকিত্সা পদ্ধতি।

অ্যান্টিবডি পরীক্ষায় গুরুত্বারোপ করে এম এ খান আরো জানান, এখন বড় চ্যালেঞ্জ হলো ডোনারদের কারো কারো করোনার নমুনায় অ্যান্টিবডি কম থাকে। যারা অধিকমাত্রায় শনাক্ত হন, লক্ষণ উপসর্গ বেশি থাকে যাদের মধ্যে, তাদের মধ্যে অ্যান্টিবডি বেশি থাকে।

এদিকে, ৪৫ তমজাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় জাফরুল্লাহ চৌধুরী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কিন্তু তার আদর্শ রূপায়িত হয়নি। যতদিন বাংলাদেশে বিচারবহির্ভূত গুম, হত্যা বন্ধ না হবে, ততদিন বঙ্গবন্ধুকে সত্যিকারভাবে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হবে না।

Translate »