Type to search

জাতীয় বাংলাদেশ

করোনা প্রতিরোধে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি

করোনা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে মুখে মাস্ক না পরলে কাউকে কোনো সেবা দেওয়া হবে না। এ জন্য ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি সরকারি অফিসের সামনে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না- নোটিসটি লিখে রাখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে এ ভার্চুয়াল এই বৈঠক সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় (কোভিড-১৯) স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

এর আগে বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল সরকার। কিন্তু এ বিষয়ে মানুষের মধ্যে শিথিলতা দেখা যায়। এখন আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব সংবাদ ব্রিফিংয়ে বলেন, শীতকে সামনে রেখে ইতিমধ্যেই সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা বিভাগীয় কমিশনারদের ইতোমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি। সব সরকারি-বেসরকারি অফিসের বাইরে বড় একটা পোস্টারের মতো থাকবে- মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া, ‘অবশ্যই মাস্ক পরতে হবে’ এ বক্তব্য দিনে দুইবার নামাজের পর প্রচারের জন্য আলেম-ওলামাদের উদ্বুদ্ধ করতে ইসলামী ফাউন্ডেশনকেও বলা হয়েছে।

Translate »