Type to search

জাতীয় বাংলাদেশ

আন্দোলন চলাকালে ৪৪ পুলিশ নিহত, ৫ আগস্ট সর্বোচ্চ ২৫ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভুত্থানকে কেন্দ্র করে সংঘর্ষে মোট ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রোববার নিহত পুলিশ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ সদরদপ্তর।
তালিকা থেকে দেখা গেছে, গত ২০ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এর মধ্যে ৫ আগস্ট সর্বোচ্চ ২৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছে ৪ ও ৫ আগস্ট দুই দিনে।
পদমর্যাদা হিসেবে সবচেয়ে বেশি ২১ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া ১১ জন উপপরিদর্শক, ৮ জন সহকারী উপপরিদর্শক ৮, ৩ জন পরিদর্শক ও একজন নায়েক নিহত হয়েছেন।

-ডেইলি স্টার

Translate »