অসাধু ব্যবসায়ীদের রুখতে টাস্কফোর্স গঠন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যেনো ফায়দা নিতে না পারে সেজন্য আগামী দু-একদিনের মধ্যে গঠন করা হবে একটি টাস্কফোর্স। একইসঙ্গে সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে সব ধরনের উদ্যোগ নেবে সরকার।
গতকাল রবিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ (দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি) সুযোগ নিয়ে কোনো অসাধুতা যেনো প্রশ্রয় না পায়। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে। আমরা দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করবো। যেন সুযোগটা না নিতে পারে কেউ।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, সরকার কিন্তু অত্যন্ত পিজিটিভলি কনসিডার করছে যে, পণ্যের মূল্য কোনটা হওয়া উচিত। গ্রাহকদের কাছ থেকে এর চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা যারা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাবো, এটা বলতে পারি।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তারা ক্ষোভে যখন ফুঁসছে। তখনি আবার দাম বাড়ার ফাঁদে পড়েছে ২৪ নিত্যপণ্য। রোজা আগমনের সাথে নিত্যপণ্যের মূল্য আরেক দফা বাড়ায় ভোক্তাদের মধ্য ক্ষোভের পারদ যেন ঊর্ধ্বমুখী। দাম বাড়ার এসব তথ্য প্রকাশ করেছে খোদ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এবিসিবি/এমআই